Logo Sponsored by Chowdhury and Hossain, Advanced Publications

Somaj Kollan 2nd Part Inner


‘‘পরিমার্জিত শিক্ষাক্রম অনুযায়ী প্রণীত এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুসত্মক বোর্ড কর্তৃক
২০০৮ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক সত্মরের পাঠ্যপুসত্মক হিসেবে পুনঃ অনুমোদিত।’’
স্মারক নং ১৭৯৮(৩৯) তারিখ ০৯/১২/২০০৭

 


উচ্চমাধ্যমিক
সমাজকল্যাণ
দ্বিতীয় পত্র

সমাজকল্যাণ পরিচিতি




প্রফেসর মোঃ আতিকুর রহমান
চেয়ারম্যান, কুমিল­ শিক্ষা বোর্ড
সাবেক চেয়ারম্যান, সমাজকল্যাণ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বি.এম. কলেজ, বরিশাল; চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর;
ফেনী সরকারি কলেজ, ফেনী; লক্ষ্মীপুর সরকারি কলেজ,
লক্ষ্মীপুর; ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ,
গাজীপুর।




 

কোরআন মহল
৬৬ প্যারীদাস রোড, ঢাকা ১১০০









প্রকাশক
মোঃ তাজুল ইসলাম
কোরআন মহল
৬৬ প্যারীদাস রোড, ঢাকা ১১০০
ফোন : ৭১১১৫১০, ৭১১৭৩৫২


প্রকাশক

ওঝইঘ : ৯৮৪-৪৭৪৬-০১-৩

                         প্রথম প্রকাশ : জুলাই ১৯৯৮
                        নতুন সংস্করণ : আগস্ট ২০০১
                        নতুন সংস্করণ : সেপ্টেম্বর ২০০৪
                     সংশোধিত পুনমুর্দ্রণ : জুন ২০০৫
                     সংশোধিত পুনমুর্দ্রণ : জুন ২০০৬
                            পুনমুর্দ্রণ : ২০০৭
                     সংশোধিত পুনমুর্দ্রণ : জুন ২০০৮

মূল্য
নিউজ : টাকা ৭৩.০০ মাত্র
সাদা : টাকা ৮৮.০০ মাত্র

কম্পিউটার কম্পোজ
এডেপ্ট কম্পিউটার এন্ড গ্রাফিক্স

প্রচ্ছদ
মোঃ সাইফুদ্দিন বাবু
এডেপ্ট কম্পিউটার এন্ড গ্রাফিক্স

মুদ্রণ
তফিক প্রেস, ঢাকা।









উৎসর্গ
প্রাণপ্রিয় মায়ের পুণ্য স্মৃতির উদ্দেশ্যে




নতুন সংস্করণের ভূমিকা

বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত উচ্চ মাধ্যমিক সমাজকল্যাণ দ্বিতীয় পত্রের নতুন সংস্করণ প্রকাশ করতে পেরে আমি আনন্দিত। বইটির পরিবর্তন, পরিবর্ধন এবং সংযোজনে টেক্স্ট বুক বোর্ডের বিশেষজ্ঞ ও গবেষকদের নির্দেশনা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। বইটির গুণগত মানোন্নয়ণে এবং সর্বশেষ তথ্যাদি সংযোজনের পরামর্শ দিয়ে সহায়তা করায় আমি টেক্স্ট বুক বোর্ডের বিশেষজ্ঞ গবেষকদের নিকট কৃতজ্ঞ।
আন্তর্জাতিক পরিমন্ডলে প্রকাশিত বিভিন্ন তথ্যাদি সংযোজিত করায় বইটির মান বৃদ্ধি পেয়েছে বলে আমার ধারণা। ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মন্ডলীদের আন্তরিকতা ও সহযোগিতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। বইটির মানোন্নয়নে সবধরনের সহযোগিতা আন্তরিকভাবে কামনা করছি।


মোঃ আতিকুর রহমান
তারিখঃ জানুয়ারি, ২০০৬                             


















নতুন সিলেবাস অনুযায়ী
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার শিক্ষাক্রম ও পাঠ্যসূচি
সমাজকল্যাণ
দ্বিতীয় পত্র
১।    মৌল মানবিক চাহিদাঃ এর ধারণা ও তাৎপর্য, বাংলাদেশে মৌল চাহিদা পরিপূরণের বর্তমান অবস্থা-সমস্যা ও সম্ভাব্য সমাধান।
২।    বাংলাদেশের কতিপয় সামাজিক সমস্যা
৩।    সামাজিক সমস্যার সংজ্ঞা, বৈশিষ্ট্য, কারণ ও সমাধান।
৪।    কয়েকটি উলেলখযোগ্য সামাজিক সমস্যাঃ দারিদ্র, জনসংখ্যাস্ফীতি, নিরক্ষরতা, বেকরাত্ব, অপরাধ ও কিশোর অপরাধ, নারী নির্যাতন, মাদকাসক্তি।
৫।    বাংলাদেশের প্রধান প্রধান সরকারি সমাজসেবা কার্যক্রমঃ শহর সমাজ উন্নয়ন কার্যক্রম, গ্রামীণ সমাজসেবা, শিশু কল্যাণ কর্মসূচি, সংশোধনমূলক কার্যক্রম, দৈহিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম, হাসপাতাল সমাজসেবা।
৬।    বাংলাদেশের কতিপয় বেসরকারি সমাজসেবা কার্যক্রমঃ বাংলাদেশ রেডক্রিসেন্ট সমিতি, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, বাংলাদেশ বহুমূত্র সমিতি, বাংলাদেশ বয় স্কাউট সমিতি, বাংলাদেশ গার্লস গাইড সমিতি, গ্রামীণ ব্যাংক ও ব্র্যাক।
৭।    বাংলাদেশে প্রচলিত কতিপয় সামাজিক আইনঃ প্রবেশন অব অফেন্ডার্স (বাংলাদেশ এমেন্ডমেন্ট) এ্যাক্ট ১৯৬৪, বাংলাদেশ শিশু আইন ১৯৭৪, যৌতুক আইন ১৯৮০, নারী নির্যাতন (নির্বতক শাস্তি) অধ্যাদেশ ১৯৮৩, পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮৯।
৮।    বাংলাদেশের সমাজকল্যাণ ক্ষেত্রে জাতিসংঘের কতিপয় সংস্থার ভূমিকাঃ ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা, ইউএনএফপিএ।
৯।    সামাজিক সমস্যা সমাধানে সমাজকল্যাণের পদ্ধতিসমূহঃ সমাজকর্ম পদ্ধতির ধারণা, পদ্ধতির প্রকারভেদ, মৌলিক পদ্ধতিগুলোর সংজ্ঞা, উপাদান ও নীতি। সহায়ক পদ্ধতিগুলোর সংজ্ঞা, মৌলিক পদ্ধতির ক্ষেত্রে সহায়ক পদ্ধতির গুরুত্ব। বাংলাদেশে মৌলিক পদ্ধতিগুলোর প্রয়োগ ক্ষেত্র।

মানবণ্টন
      রচনামূলক প্রশ্ন
৫টি প্রশ্নের উত্তর দিতে হবে                             ৫*  ১২ = ৬০
      সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
      ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে                              ৮*  ৫ = ৪০
      প্রশ্নপত্র প্রণয়নের নীতিমালাঃ
      রচনামূলক ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ১টি করে বিকল্প (অথবা) প্রশ্ন থাকবে। রচনামূলক প্রশ্নে একাধিক অংশ থাকবে।
      জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত পাঠ্যপুস্তক এর নামঃ
      উচ্চ মাধ্যমিক সমাজকল্যাণ (দ্বিতীয় পত্র) জনাব মোঃ আতিকুর রহমান
      প্রকাশকঃ কোরআন মহল-ঢাকা।

View Foundation Digital Talking Library is developed and maintained by Sigma Enterprise.
Theme designed by Imtiaz
All rights are reserved. Any kind of reproduction of any mp3 files and text files is prohibited. If any organization or any person is found copying or reproducing any of the material will be punished under copy right law.